ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশে খেলতে ভালোবাসি : শাহজাদ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে খেলতে ভালোবাসি : শাহজাদ

মোহাম্মদ শাহজাদ

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে এখনো পর্যন্ত প্রত্যাশামতো খেলতে পারেননি মোহাম্মদ শাহজাদ। তবে টুর্নামেন্ট বেশ উপভোগ করছেন চিটাগং ভাইকিংসের এই আফগান ব্যাটসম্যান। বাংলাদেশে খেলাটা সব সময়ই তার কাছে ভালো লাগে।

চিটাগংয়ের সবশেষ ম্যাচে ২৭ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাহজাদ। এর আগের তিন ম্যাচে অবশ্য বলার মতো রান করতে পারেননি ৩০ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটসম্যান। হার্ডহিটার ব্যাটসম্যান হিসেবে পরিচিত শাহজাদের কাছে ভক্তদের প্রত্যাশাটা একটু বেশি। কিন্তু সেভাবে তিনি জ্বলে উঠতে পারছেন না।

বুধবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহজাদ বললেন, ঢাকার উইকেটের কারণেই প্রত্যাশামতো হাসছে না তার ব্যাট, ‘আমি শারজাহতে খেলি, ওখানে উইকেট অনেক বেশি ব্যাটিংবান্ধব। শারজাহর তুলনায় ঢাকার উইকেট ভিন্ন। এখানকার উইকেট ব্যাটসম্যানের জন্য ভালো নয়। আমরা দেখেছি, ব্যাটসম্যানদের সাহায্য করার পরিবর্তে ঢাকার উইকেট পেসারদের জন্য ভালো। 

‘এখানকার উইকেটে অনেক বেশি অসমান বাউন্স থাকে। এবং বল অনেক সময় নিচু হয়ে আসে, কখনো আবার উঁচুতে। তবে আমরা উইকেটের প্রকৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। শেষ তিন ম্যাচে আমরা ভালো করেছি, এটা দারুণ।’

ঢাকায় চার ম্যাচের তিনটি জিতেছে চিটাগং। তাদের পরের ম্যাচ সিলেটে আগামী শনিবার খুলনা টাইটান্সের বিপক্ষে। সিলেটে খেলার জন্য দল প্রস্তুত বলেই জানালেন শাহজাদ, ‘আমরা চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছি। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আমরা সিলেটে খেলার জন্য প্রস্তুত। ওখানে আমাদের মাত্র একটিই ম্যাচ। তারপর আবার আমরা ঢাকায় ফিরব, এরপর চট্টগ্রামে যাব। আমরা সব সময় প্রস্তুত। এখন পর্যন্ত টুর্নামেন্টটা আমাদের জন্য ভালো।’

সিলেটের উইকেটে ব্যাটসম্যানরা রাজত্ব করবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু প্রথম দিনের দুই ম্যাচই হয়েছে লো স্কোরিং। শাহজাদ জানালেন, সিলেটের উইকেট নিয়ে তারা খুব একটা চিন্তিত নন, ‘সিলেটে শেষ ম্যাচটা আমরা দেখেছি, বল ঢাকার মতো অনেক বেশি স্পিন করছিল। যেকোনো কন্ডিশনের জন্য আমরা প্রস্তুত। দেখা যাক পরের ম্যাচে কী ঘটে সিলেটে।’

‘স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে সিলেটের উইকেট ব্যাটসম্যানদের জন্য ভালো। কিন্তু শেষ ম্যাচে আমরা দেখলাম উইকেট ঢাকার মতোই। তবে এটা কোনো ব্যাপার নয়। যে কোনো উইকেটে আমরা আমাদের শতভাগ চেষ্টা করব।’

সব মিলিয়ে বিপিএল বেশ উপভোগ করছেন বলেই জানালেন আফগান ব্যাটসম্যান, ‘অবশ্যই, বাংলাদেশের বিপক্ষে, ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল; যেখানেই সুযোগ পাই, বাংলাদেশে খেলতে সত্যিই আমি ভালোবাসি। এখানকার মানুষজন খুব ভালো। আমি সব সময় বাংলাদেশে আসতে ভালোবাসি।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়