ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগে চার সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যবহৃত হবে ‘ভিএআর’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস লিগে চার সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যবহৃত হবে ‘ভিএআর’

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহৃত হবে সেটা আগেই জানা গিয়েছিল। কিন্তু আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন চারটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রেফারিরা ভিএআরের সাহায্য নিতে পারবেন। যে চারটি বিষয়ে ভিএআরের সাহায্য নিতে পারবেন সেগুলো হল-

১. গোলের ক্ষেত্রে বিতর্ক তৈরি হলে
২. পেনাল্টি এরিয়ায় কোনো ঘটনা ঘটলে
৩. লাল কার্ড দেওয়ার ক্ষেত্রে
৪. ভুল করে কাউকে দোষী সাব্যস্ত করা হলে।

এ বিষয়ে উয়েফা আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বে ভিএআর ব্যবহৃত হবে। তবে সেটি ব্যবহৃত হবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন চারটি ক্ষেত্রে। সেগুলোর মধ্যে আছে গোল, পেনাল্টি অঞ্চলের কোনো ঘটনা, লাল কার্ড ও মিসটেকেন আইডেন্টিটি এর ক্ষেত্রে। এসব ক্ষেত্রে রেফারি ভিএআরের সহযোগিতা নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ সিদ্ধান্ত নিবেন। যাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এসব সব সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো বিতর্ক তৈরি না হয়।’

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। এদিন মাঠে নামবে এএস রোমা ও এফসি পোর্তো এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেই। এই ম্যাচ দুটিতে ভিএএর ব্যবহারের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে এই প্রযুক্তির ছোঁয়া লাগতে যাচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়