ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মার্সেল এর পৃষ্ঠপোষকতায় পেশাদার গলফ টুর্নামেন্ট

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্সেল এর পৃষ্ঠপোষকতায় পেশাদার গলফ টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পেশাদার গলফার অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘প্রথম মার্সেল-বিপিজিএ ওপেন-২০১৯।’ যেখানে বাংলাদেশের সেরা সেরা পেশাদার গলফাররা অংশ নিবেন।

মূলত আগামী মাসে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু কাপ গলফ বাংলাদেশ ওপেনকে সামনে রেখেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যাতে বাংলাদেশের গলফাররা ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ পেশাদার গলফার অ্যাসোসিয়েশনের সভাপতি লে. কর্নেল খন্দকার আব্দুল ওয়াহেদ (অব.) বলেন, ‘ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ২৪ থেকে ২৭ মার্চ সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে প্রথম প্রথম মার্সেল পেশাদার গলফ টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় বাংলাদেশের সেরা সেরা ১১০ জন গলফার অংশ নিবেন। তাদের মধ্যে ৬ জন নারী গলফারও রয়েছেন। থাকবেন বিদেশি কয়েকজনও। মূলত এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গবন্ধু কাপ গলফ বাংলাদেশ ওপেনকে সামনে রেখে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যাতে বাংলাদেশের গলফাররা নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারেন। শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে পারেন। এমন একটি আয়োজনে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করায় তাদের ধন্যবাদ জানাই।’

টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন পরিবার সাভার গলফ ক্লাবের সঙ্গে ছয় বছর ধরে কাজ করছি। শুধু সাভার নয়, আমরা ঘাটাইল গলফ ক্লাব ও আর্মি গলফ ক্লাবের সঙ্গেও নিয়মিত কাজ করছি। এবার আমরা মার্সেল ব্র্যান্ড এর ব্যানারে পেশাদার টুর্নামেন্টের সঙ্গেও যুক্ত হতে যাচ্ছি। আমরা চাই আসন্ন বঙ্গবন্ধু কাপ গলফ বাংলাদেশ ওপেনে আমাদের দেশের গলফাররা ভালো করুক। সে জন্যই এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আশা করব এই টুর্নামেন্ট আমাদের গলফারদের প্রস্তুতিতে সহায়তা করবে।’

এই প্রতিযোগিতার অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়