ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জাতীয় মহিলা হকি দলে জায়গা পেলেন যারা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় মহিলা হকি দলে জায়গা পেলেন যারা

জাতীয় মহিলা হকি দলের খেলোয়াড়রা (গতকালকের ছবি)

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় মহিলা হকি দল গঠনের উদ্দেশ্য অনুষ্ঠিত অনুশীলন ক্যাম্প শনিবার শেষ হয়েছে। আজ রোববার ঘোষিত হয়েছে জাতীয় দলে জায়গা পাওয়া ২৫ জনের নাম। ৩৫ জনের ক্যাম্প থেকে বাদ পড়েছেন ১০ জন। ২৫ জনের জাতীয় দল নিয়ে সেপ্টেম্বরে সিঙ্গাপুরে যাবে মহিলা যুব এএইচএফ কাপ হকি প্রতিযোগিতায় অংশ নিতে।

জাতীয় দলে সুযোগ পাওয়া ২৫ জনের তালিকা :
কিশোরগঞ্জ : সুমী আক্তার, তারিন আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি, সানজিদা আক্তার মনি ও রিয়া আক্তার স্বর্ণা।
ঠাকুরগাঁও : রুপিয়া আক্তার, সানজিদা আক্তার সাথী, মকছেদা আক্তার মুন্নি, তাসমিম আক্তার মীম ও রাণী আক্তার রিয়ামনি।
জয়পুরহাট : শাহরীন আক্তার বিথী।
দিনাজপুর : অর্পিতা পাল।
রাজশাহী : বর্ষা খাতুন মারিয়া।
যশোর : সোনিয়া, মনিরা আক্তার, লিমা খাতুন ও মুক্তা খাতুন।
ঝিনাইদহ : জুবায়েরা ফেরদৌস, জেসমিন আরাফাত জেসি, নাদিরা ও সুমাইয়া খাতুন।
পটুয়াখালী : পারভিন আক্তার। নড়াইলের রিতু খানম, নমিতা ও সাদিয়া।

বাদ পড়েছেন যারা :
কিশোরগঞ্জ : হাবিবা আক্তার বৃষ্টি,
ঠাকুরগাঁও : শিমু আক্তার সীমা ও ফারিয়া জান্নাত রেশমী,
জয়পুর হাট : কামরুন্নাহার,
দিনাজপুর : বিথী রাণী সরকার,
রাজশাহী : তানিয়া খাতুন,
ময়মনসিংহ : শ্রাবন্তী সরকার,
যশোর : ময়না খাতুন,
ঝিনাইদহ : রিয়া,
কক্সবাজার : নুসরাত জাহান।

বাংলাদেশে ছেলেদের হকি জনপ্রিয় হলেও মেয়েদের হকি চর্চা তেমন ছিল না। সত্তরের দশকে কিছু মেয়ে হকি খেলা শুরু করলেও পরে সেটি সংগঠক ও পৃষ্ঠপোষকতার অভাবে থেমে যায়। বেশ ক’বছর ধরে সেই চর্চা শুরুর তাগিদ দেখা দিলেও বড় পরিসরে তা হচ্ছিল না। অবশেষে গঠিত হল জাতীয় দল। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা।

সেপ্টেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া এএইচএফ কাপে আগেই সিলেক্টেড হয়ে আছে চীন, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ৩১ মার্চ পর্যন্ত যেসব দেশের নারী হকি দল বাছাইপর্ব খেলতে নাম অন্তর্ভূক্ত করবে তাদের বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশ জাতীয় নারী হকি দলকে।

অবশ্য সিঙ্গাপুর যাওয়ার আগে ২৫ সদস্যের জাতীয় দলের আরো অনুশীলন ক্যাম্প হবে। কয়েকটি দেশে খেলানো হবে আন্তর্জাতিক ম্যাচও।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়