ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এবার গেটাফের মাঠে আটকে গেল রিয়াল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৮, ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার গেটাফের মাঠে আটকে গেল রিয়াল

ক্রীড়া ডেস্ক : লা লিগায় আরো একবার হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। নগরপ্রতিদ্বন্দ্বী গেটাফের মাঠে গোলশূন্য ড্র করেছে জিনেদিন জিদানের দল।

এই নিয়ে লিগে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ জিততে ব্যর্থ হলো রিয়াল। এর আগে ভ্যালেন্সিয়ার মাঠে হারের পর লেগানেসের মাঠে ড্র করেছিল তারা।

আর গেটাফে ২০১২ সালের পর এই প্রথম লিগে রিয়ালের বিপক্ষে পয়েন্ট পেল। দুই দলের শেষ দশ ম্যাচেই জিতেছিল রিয়াল।

এই মাসে রিয়ালের হয়ে করিম বেনজেমা ছাড়া আর কেউ গোল করতে পারেননি। দলের শেষ আট গোলই করেছেন এই ফরাসি ফরোয়ার্ড।

গেটাফের মাঠে বৃহস্পতিবার তিনি ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে দিয়ে মারেন।

 



পুরো ম্যাচে বল দখলে আধিপত্য ধরে রাখা রিয়াল সুযোগ পেয়েছিল দ্বিতীয়ার্ধেও। দানি কারবাহালের শট ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক ডেভিড সোরিয়া।

গোলরক্ষকের নৈপুণ্যে বেঁচে গেছে রিয়ালও। দ্বিতীয়ার্ধে ডাবল সেভ করেন থিবো কোর্তোয়াকে পেছনে ফেলে মূল একাদশে জায়গা ধরে রাখা কেইলর নাভাস।

এই ড্রয়ের পর ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনেই আছে রিয়াল। ৭১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুইয়ে, ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

৫৫ পয়েন্ট নিয়ে চারে উঠেছে গেটাফে। দিনের প্রথম ম্যাচে রায়ো ভায়েকানোকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া সেভিয়ারও সমান ৫৫ পয়েন্ট। তবে হেড টু হেডে এগিয়ে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নটা ভালোমতোই টিকে রইল গেটাফের।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়