ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুইডেনকে হারিয়ে স্পেনের চারে-চার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৪, ১১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুইডেনকে হারিয়ে স্পেনের চারে-চার

ক্রীড়া ডেস্ক : উয়েফা ইউরো-২০২০ এর বাছাইপর্বে ‘এফ’ গ্রুপের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে স্পেন। সান্তিয়াগো বার্নাব্যুতে সোমবার রাতে তারা ৩-০ গোলে হারিয়েছে সুইডেনকে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখল রামোস-মোরাতারা।

অবশ্য ঘরের মাঠে সোমবার রাতে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি স্পেন। বিরতির পর ৬৪ মিনিটে পেনাল্টি পায় স্পেন। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন সার্জিও রামোস। যেটা ছিল জাতীয় দলের হয়ে সবশেষ আট ম্যাচে তার সপ্তম গোল। আর সব মিলিয়ে ২০তম গোল।

৮৫ মিনিটে আবারো পেনাল্টি পায় স্পেন। এবার অবশ্য রামোস কিক নেননি। তিনি সুযোগ দেন আলভারো মোরাতাকে। তিনি হতাশ করেননি রামোসকে। গোল আদায় করে ব্যবধান ২-০ করেন। আর ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় মিকেল ওয়ারজাবালা গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

প্রথম চার ম্যাচের চারটিই জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে স্পেন। চার ম্যাচের ২টিতে জিতে, ১টিতে ড্র করে ও ১টিতে হেরে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন। সমান পয়েন্ট নিয়ে রোমানিয়া রয়েছে তৃতীয় স্থানে।

৬ সেপ্টেম্বর পঞ্চম ম্যাচে রোমানিয়ার মুখোমুখি হবে স্পেন। আর ফারাও আইসল্যান্ডের বিপক্ষে খেলবে সুইডেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়