ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বৃষ্টি দুর্ভোগে রাজধানীর ভোর

টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৬, ১৪ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টি দুর্ভোগে রাজধানীর ভোর

বর্ষণমুখর ঢাকা শহর

শাহ মতিন টিপু : রাজধানীর মানুষদের আজকের সকাল শুরু হয়েছে বৃষ্টির মধ্যদিয়ে। মেঘাচ্ছন্ন আকাশ, কখনো টিপটিপ কখনো জোরে বৃষ্টির ধারায় কাকভেজা হয়ে কর্মস্থলে ছুটতে হয়েছে। রাজধানীর বেশিরভাগ এলাকাই জলমগ্ন। ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। বৃষ্টিতে জবুথবু হয়েই কর্মস্থলের উদ্দ্যেশে বের হয় সাধারণ মানুষ। অনেকে দুর্ভোগে পড়েন তার স্কুলগামী শিশুটিকে নিয়েও।

 

বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে চরম যানবাহন সংকট আর যানজট। গাড়ি না পেয়ে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় অফিসগামী মানুষদের। যানজট আর জলজটে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে পুরো রাজধানী জুড়েই।

 

রাজধানীতে বুধবার বিকেল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। সারারাত্ই ছিল রিমঝিম বৃষ্টি। এমনিতেই সামান্য বৃষ্টি হলে রাজধানীর রাস্তাঘাট ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর মধ্যে নগরীর সর্বত্র চলছে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ। বৃষ্টির পানিতে ওই সব জায়গা কর্দমাক্ত হয়ে চলাচলে আরো প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

 

রাজধানীর অলিগলির চিত্র খুবই করুণ। অবশ্য প্রতি বছরই এমন অভিজ্ঞতা পেতে হয় নগরবাসীর। বিশেষ করে বৃষ্টি হলে নগরীবাসীর দুর্ভোগের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। বৃষ্টির কারণে অস্বাভাবিক হারে বেড়ে যায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাবের ভাড়া। বৃষ্টির অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেন চালকরা।

 

নগরীর অনেক স্থানে আগে থেকেই তৈরি হয়ে আছে জলাবদ্ধতা। রাজধানীর শান্তিনগর, খিলগাঁও, মালিবাগ, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, কাকরাইল, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, শ্যামলী রোডের প্রবেশপথসহ অনেক স্থানেই বৃষ্টির কাদা পানি ও বেহাল রাস্তাঘাট বাড়িয়ে দিয়েছে নগরবাসীর দুর্ভোগের মাত্রা।

 

রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউ, রাজাবাজার, তেজতুরি বাজার, কাওরান বাজার, মৌচাক মোড়, পুলিশ লাইন, নাখালপাড়া, তেজকুনিপাড়া, খিলগাঁও, টিকাটুলী, হাটখোলা, রাজধানী সুপার মার্কেট, নিউ মার্কেট, ধানমন্ডির অনেক স্থানেই দুর্ভোগ হয়ে উঠেছে চরম বিড়ম্বনাদায়ক। 

 

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আজ সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়াগায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।


আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৩৪ মিনিটে। আগামী ৭২ ঘন্টার পূর্বাভাস সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।


আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা /১৪ আগস্ট ২০১৪/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়