ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

২৪ অক্টোবর মেডিক্যালে ভর্তি পরীক্ষা

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২০ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ অক্টোবর মেডিক্যালে ভর্তি পরীক্ষা

ফাইল ফটো

সচিবালয় প্রতিবেদক : দেশের সকল মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

 

বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) আইয়ুবুর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘আগামী ৫ সেপ্টেম্বর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অনলাইনে ফরম পূরণ চলবে ১০ থেকে ২৯ সেপ্টেম্বর। টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।’

 

তিনি বলেন, ‘প্রবেশপত্র বিতরণ করা হবে ১৮ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। ফল প্রকাশ করা হবে ২৬ অক্টোবর। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। গত বছর এ ফি ছিলো ৬০০ টাকা।’

 

তিনি আরো বলেন, ‘মেডিক্যালে ও ডেন্টালে সাধারণত এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ (টিকচিহ্ন) পরীক্ষা ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হয়। এবার প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৪/শফিক/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়