ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যশোরে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের বর্ণিল শোডাউন

অগাস্টিন সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের বর্ণিল শোডাউন

নিজস্ব প্রতিবেদক : চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪। কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারের অফার নিয়ে দেশজুড়ে ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুমগুলোতে ক্যাম্পেইন ঘিরে চলছে ব্যাপক প্রচার।

ক্যাম্পেইনে ক্রেতাদের আগ্রহও তুঙ্গে। এরই ধারাবাহিকতায় যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত হলো ডিজিটাল ক্যাম্পেইনের বর্ণিল শোডাউন।

গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শোডাউনে ছিল ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার শোরুম এইচ এম ট্রেডার্স। শোডাউনে পিকআপ, মোটরসাইকেল, ভ্যানসহ শতাধিক বাহনে ওয়ালটন ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য এবং ডিজিটাল ক্যাম্পেইনের ব্যানার-ফেস্টুন নিয়ে ওয়ালটনের বিক্রয় বিভাগের প্রতিনিধি, শোরুমের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় ক্রেতাসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অংশ নেন।



ওয়ালটনের যশোর জোনের এরিয়া ম্যানেজার মিজানুর রহমানের পরিকল্পনায় যশোর জোনের ফিল্ড ম্যানেজার আব্দুর রহমান আনার ওই শোডাউন পরিচালনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন এইচ এম ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী হাফিজুর রহমান মামুন।

মনিরামপুর বাজারে এইচ এম ট্রেডার্সের শোরুম থেকে শুরু হয়ে প্রায় চার ঘণ্টাব্যাপী ওই শোডাউন উপজেলার প্রতিটি এলাকা ঘুরে আবার শোরুমের সামনে এসে শেষ হয়।

অংশগ্রহণকারীরা ডিজিটাল ক্যাম্পেইনের লোগো-সম্বলিত টি-শার্ট এবং ক্যাপ পরে ক্যাম্পেইনের বিভিন্ন তথ্য জানিয়ে মাইকিং করেন। উৎসুক পথচারী এবং আগ্রহী ক্রেতাদের মাঝে বিতরণ করা হয় লিফলেট।



ওয়ালটনের যশোর জোনের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান জানান, মনিরামপুরে ওয়ালটন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সাশ্রয়ী দামে উচ্চমানের পণ্য দিয়ে ইতিমধ্যেই এ এলাকায় ইলেকট্রনিক্স পণ্যের বাজার একচেটিয়াভাবে নিজেদের করে নিয়েছে ওয়ালটন। ডিজিটাল ক্যাম্পেইন ঘিরে এই শোডাউনের পর ক্রেতাদের কাছ থেকে আরো বেশি সাড়া পাওয়া যাচ্ছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন বছর এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে গত ৯ জানুয়ারি থেকে সারা দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এবার চলছে এই আয়োজনের চতুর্থ পর্ব বা সিজন ফোর। এর আওতায় ওয়ালটন পণ্য কিনে রেজিস্টেশন করলেই ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার। আছে মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, ফ্রিজ, এলইডি টিভি, ওভেনসহ অসংখ্য পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। এসব না মিললেও রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক। এ সুবিধা থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।

বিক্রয়োত্তর সেবা আরো সহজতর করতে গ্রাহকদের অনলাইন ডাটাবেজ তৈরির জন্য ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। গত বছর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত চালানো ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১ এর আওতায় ওয়ালটন পণ্য কিনে আমেরিকা ও রাশিয়া ভ্রমণের ফ্রি বিমান টিকিট পেয়েছিলেন বেশ কয়েকজন ক্রেতা। সিজন-২ ও ৩ এ হাজার হাজার ক্রেতা ফ্রি পেয়েছেন নতুন গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন ওয়ালটন পণ্য।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৯/অগাস্টিন সুজন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়