ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘দলে কেউ সেমিফাইনালের আশা ছাড়ছে না’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৬, ২১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দলে কেউ সেমিফাইনালের আশা ছাড়ছে না’

নটিংহ্যাম থেকে ক্রীড়া প্রতিবেদক: ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের পাঁচে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে হারের পরও সেমিফাইনালের আশা টিকে আছে বাংলাদেশের।

তবে বাংলাদেশের সামনে রয়েছে কঠিন সমীকরণ।  প্রথমত, সেমিতে যেতে হলে শেষ তিন ম্যাচেই জয় লাগবে বাংলাদেশের। একটি হারলেই বিদায়।  দ্বিতীয়, অন্যান্য দলের জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে। পুরো দলই জানে অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে তারা। তাই মানসিকভাবে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হারের পর মিক্সড জোনে এসে তামিম জানালেন, কঠিন সমীকরণ হলেও দলের কেউ সেমিফাইনালের আশা ছাড়ছে না। বরং নিজেদের ইচ্ছাতেই নিজেদের মনোবল ঠিক রাখছেন ক্রিকেটাররা।

‘এখনও একটা সুযোগ আছে।  আমাদের কোনো সতীর্থ সেমিফাইনালের চিন্তা ছাড়ছে না। সবাই চিন্তা করছে তিন ম্যাচ জিততে পারলে একটা সুযোগ হতে পারে। এখন পর্যন্ত ওই অবস্থানেই আছি। চেষ্টা করবো অন্তত যেন নিজেদের কাজটা ঠিক মতো করতে।’- বলেছন তামিম।

নটিংহ্যামে অস্ট্রেলিয়ার রানের পাহাড়ে বাংলাদেশ পৃষ্ট হলেও ভিন্ন ভিন্ন জায়গা থেকে প্রেরণা পাচ্ছে বাংলাদেশ। মুশফিকের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। মাহমুদউল্লাহ স্বরূপ ফেরা এবং সাকিব ও তামিমেরা রান করা। পাশাপাশি টানা দুই ম্যাচে দলীয় রান তিনশতাধিক যাওয়া।  তাইতো তামিম নির্ভার হয়ে বলেন, এরকম পারফরম্যান্সগুলো ভবিষ্যতে বড় দলকে হারাতে অনেক ভূমিকা রাখবে।

‘ইতিবাচক দিক হচ্ছে আমরা শেষ দুই ম্যাচেই কিন্তু তিনশর বেশি রান করেছি লক্ষ্য তাড়া করতে নেমে। এটা একটা বিশ্বাস ব্যাটসম্যানদের মধ্যে আছে যে আমরা যদি ওই রানটা ডিফেন্ড করতে পারি তাহলে আমাদের সুযোগ থাকবে লক্ষ্য তাড়া করে ফেলার।  আমরা বিশ্বাসটা করতে শুরু করেছি এটা সবথেকে ভালো দিক।’

অস্ট্রেলিয়ার ৩৮১ রানের জবাবে বাংলাদেশ করে ৩৩৩ রান।  ওয়ানডে ক্রিকেটে যা বাংলাদেশের সর্বোচ্চ। এমন দিনে বাংলাদেশ ম্যাচ হারলেও ব্যাটিংয়ে নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকার কথা।



রাইজিংবিডি/২১ জুন ২০১৯/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়