ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রত্যাশিত জয়ের অপেক্ষায় বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৯, ২৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রত্যাশিত জয়ের অপেক্ষায় বাংলাদেশ

সাউদাম্পটন থেকে ইয়াসিন হাসান: শেন ওয়ার্ন স্ট্যান্ড।  ভাবা যায় ইংল্যান্ডের কোনো মাঠে থাকবে অস্ট্রেলিয়ার স্পিনার শেন ওয়ার্নের নামে কোনো স্ট্যান্ড? তার কীর্তিই এমন যে একটি স্ট্যান্ড তার নামে করতে বাধ্য হয়েছে হ্যাম্পশায়ার।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল হ্যাম্পশায়ারের হয়ে দীর্ঘদিন খেলেছেন শেন ওয়ার্ন।  তার নেতৃত্বে কাউন্টি ক্রিকেটে শীর্ষে উঠেছিল হ্যাম্পশায়ার। ছোট-বড় অনেক সাফল্য এ অসি লেগ স্পিনারের। তাইতো মাঠের পূর্ব পাশের বড় অংশটা পুরোটাই কিংবদন্তি স্পিনারের।  ওয়ার্নের স্টেডিয়ামে আজ বাংলাদেশের পরীক্ষা আরেক লেগ স্পিনারের বিপক্ষে।  রশিদ খানের দল আফগানিস্তানের বিপক্ষে আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ শব্দটা ম্যাচের মর্মার্থ বোঝাচ্ছে ছোট করে।  আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আজ ডু অর ডাই ম্যাচ।  এ ম্যাচে বাংলাদেশ হারলে সেমিফাইনালের আশা শেষ। আজ জিতলে টিকে থাকবে শেষ চারের লড়াইয়ে। তবে ডু অর ডাই ম্যাচ বলে শিষ্যদের ওপর বাড়তি চাপ দিচ্ছেন না কোচ স্টিভ রোডস, ‘আপনি যদি ডু অর ডাইয়ের কথা চিন্তা করেন তাহলে আপনি চাপে থাকবেন।  আপনি আপনার ওপরই বেশি চাপ নিয়ে নেবেন।  আমি আমার ছেলেদের ওপর কোনো চাপ দিতে রাজি নই।  তারা প্রত্যেকেই জানে প্রত্যেক ম্যাচের গুরুত্ব। ’ – বলেছেন রোডস।

রোজ বৌল স্টেডিয়ামে বাংলাদেশ ২০০৪ সালে একটি ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৩২ রানের হেরেছিল সেই ম্যাচ। সেই ম্যাচের দুস্মৃতি অতীত হয়েছে। বাংলাদেশের বর্তমান পারফরম্যান্স অনেক রঙিন। তাই আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হয়ে মাঠে নামবে বাংলাদেশ।  অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফরম্যান্সের সুখস্মৃতি টের পায়নি বাংলাদেশ। ম্যাচের পর পরই তো সাইফউদ্দিনকে নিয়ে বয়ে গেছে ঝড়।

ইনজুরির কথা বলে নিজ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেন এ পেস অলরাউন্ডার। গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর ভেঙে পড়েছেন ৯ উইকেট পাওয়া এ পেসার।  তবে আশার দিক হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচকে সামনে রেখে গতকাল পুরোদমে অনুশীলন করেছেন সাইফউদ্দিন।  বাংলাদেশ। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ছিলেন চমকপ্রদ।

রোজ বৌল স্টেডিয়ামের ভেতরে গ্যালারিতে ঢুকতেই বোর্ডে শচীন টেন্ডুলকারের উপদেশ,‘তোমাকে যদি কেউ স্টোন ছুঁড়ে মারে তুমি সেটা মাইলস্টোনে পরিণত করো।’ শেষ কয়েকদিন সাইফউদ্দিন ইটের ‘আঘাত’ পেয়েছেন।  আজ সাইফউদ্দিনের ফিরিয়ে দেওয়ার দিন!

দলে আজ দুটি পরিবর্তন আসবে। পেসার রুবেল হোসেনের জায়গায় ফিরবেন সাইফউদ্দিন।  মোসাদ্দেক খেলবেন সাব্বিরের জায়গায়। এ দুই ক্রিকেটারই শেষ ম্যাচ খেলেননি ইনজুরির কারণে।

আফগানিস্তানের বিপক্ষে গত বিশ্বকাপের ম্যাচেও জিতেছিল বাংলাদেশ।  দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল এশিয়া কাপের মঞ্চে। সেখানেও বাংলাদেশ জিতেছিল।  সব মিলিয়ে দুই দল খেলেছে মোট ৭টি ওয়ানডে। যার তিনটিতে জিতেছে আফগানরা. বাংলাদেশ চারটি। আজ আফগানিস্তান সমতা আনতে পারে কিনা বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যায় সেটাই দেখার।

সাউদাম্পটনে দুই দলের ম্যাচটি শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।  বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে হলে যে কয়েকটি ম্যাচ জয়ের পরিকল্পনা ছিল দলের তার মধ্যে রয়েছে আফগানিস্তান ম্যাচ।  তাই সাউদাম্পটনে আজ প্রত্যাশিত জয়ের খোঁজে মাশরাফিরা।

 

 

রাইজিংবিডি/সাউদাম্পটন/২৪ জুন ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়