ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুই বছর পর তাইবুরের দ্বিতীয় সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই বছর পর তাইবুরের দ্বিতীয় সেঞ্চুরি

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন তাইবুর রহমানও। প্রাইম দোলেশ্বরের হয়ে আজ তিনি লিস্ট এ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান।

এর আগে ২০১৮ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১১৪ রানের ইনিংস। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আজ অবশ্য সেটাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ইনিংস শেষ হয়ে যাওয়ায় পারেননি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ৯৪ বল খেলে ৭ চার ও ৫ ছক্কায় ১১০ রানে অপরাজিত থাকেন তাইবুর। স্ট্রাইক রেট ১১৭.০২।

তার সেঞ্চুরিতে ভর করে প্রাইম দোলেশ্বর ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে।

১০০ রানের মাথায় চতুর্থ উইকেট হারানোর পর তাইবুর মাঠে নামেন। এরপর আরো তিনজন সঙ্গী হারালেও তিনি ছিলেন অবিচল। শেষ পর্যন্ত ব্রাদার্সের বোলাররা তাকে আউট করতে পারেনি। লিস্ট এ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া থেকে তাকে বিরত রাখতে পারেনি। এখন দেখার বিষয় তার সেঞ্চুরিতে ভর করে প্রাইম দোলেশ্বর জয় দিয়ে লিগ শুরু করতে পারে কিনা।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়