ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনাভাইরাস: সতর্কতা অবলম্বনে মাঠে যা যা করছেন মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস: সতর্কতা অবলম্বনে মাঠে যা যা করছেন মুশফিকরা

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ঘোষণার পর খোলা আকাশে বেলুন উড়ালেন আবাহনী ও পারটেক্সের খেলোয়াড়রা। অতিথিরাও উড়ান রঙিণ বেলুন।

এরপর সবাই মাঠ ছাড়েন। কেউ কারো সাথে হ্যান্ডশেক করেননি। শুভেচ্ছা বিনিময় করেছেন মুখে মুখে। করোনাভাইরাসের প্রভাবে প্রত্যেকেই এখন বাড়তি সতর্ক। মাঠের বাইরে সতর্ক থাকা কঠিন। মাঠের ভেতরে কাজটা আরও কঠিন। তবুও করোনাভাইরাসের সংক্রামণ থেকে বাঁচতে মাঠের ভেতরে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করছেন ক্রিকেটাররা।

কি কি করছেন? জানতে চাওয়া হয়েছিল আবাহনী লিমিটেডের অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে। মিরপুরের সবুজ গালিচায় মুশফিক বলেন, ‘আমাদেরকে হ্যান্ডশেক করতে নিষেধ করা হয়েছে। পানি পানের বিরতিতে একটু দূরে দূরে থাকতে বলা হয়েছে। পানির বোতলও প্রত্যেকের আলাদ আলাদা। সবাই চেষ্টা করছে সচেতন থাকার।’

এছাড়া ড্রেসিংরুমে প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার থেকে হাত পরিস্কার করছেন খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্টিং স্টাফরা। গ্লাভস, প্যাড সব সময় পরিস্কার-পরিছন্ন রাখছেন। খেলার পর আবাহনী ও পারটেক্সের খেলোয়াড়রা হ্যান্ডশেক এড়িয়ে গেছেন। অভ্যাসের কারণে হ্যান্ডশেক করেও ফেলেছেন অনেকে। অনেকে আবার করেছেন ফিস্ট বাম্পস।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মুশফিক বলেছেন, ‘মাঝে মাঝে আমরাও ভুলে যাই। এখনও পরিণত হয়নি। এটা নিয়ে সবাই একটু শংকিত। যতটুকু সচেতন এবং সতর্ক থাকা যায়। বাংলাদেশর মানুষ তো ক্রিকেট পাগল। তারা যেন নিজেদের সচেতন রাখে, বসলেও যেন দূরে দূরে বসে। অবশ্যই যেন মাস্ক ব্যবহার করে। তারা আমাদের ভালোবাসতে পারে, আমাদেরও তাদেরকে ভালোবাসা উচিৎ। আমার অনুরোধ থাকবে- সবাই যেন সচেতন থাকে।’


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়