ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইতালিতে করোনায় মৃত বেড়ে ১০ হাজার ৭৭৯

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে করোনায় মৃত বেড়ে ১০ হাজার ৭৭৯

মহামারি করোনাভাইরাসের প্রকোপে ইতালিতে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আরও ৭৫৬ জনের মৃত‌্যু হয়েছে।  আর আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৭ জন।

এনিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৯ জন ও আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৬৮৯ জন।

রোববার (২৯ মার্চ) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ‌্য জানান।

বোরেল্লি জানান, ইতালিতে একদিনে ৬৪৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  এর মাধ‌্যমে এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৩০ করোনা রোগী সুস্থ হয়েছেন।

করোনায় বিপর্যস্ত ইতালিতে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ চিকিৎসক। সংক্রমিত হয়েছেন ৬ হাজারেও বেশি স্বাস্থ্যকর্মী। যা দেশের মোট আক্রান্ত রোগীর প্রায় ৮ দশমিক ৩ শতাংশ।


জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়