ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সবজি চাষে ভাগ্য বদল

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবজি চাষে ভাগ্য বদল

সবজি চাষে তিনি শুধু সফল নন, দারিদ্র্যও জয় করেছেন। সৈয়দ আলী পৈত্রিকসূত্রে পাওয়া অল্প জমি থেকে এখন পাঁচ বিঘা জমির মালিক হয়েছেন।

সৈয়দ আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের বাসিন্দা।

পাঁচ বছর আগে নিজের অল্প জমিতে লাউ চাষ করেন তিনি। এতে ভালো লাভ হয়। এরপর ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ, পেঁপে, ঢেড়শসহ নানা শাক-সবজি চাষ করতে থাকেন। এখান থেকে সবজি চাষের নেশায় পড়ে যান। নিজের অল্প জমির সঙ্গে বর্গা জমিতে সবজি চাষ শুরু করেন। যে মৌসুমে যে সবজি হয়, সেটি চাষ করে থাকেন।

বর্তমানে তিনি ১০ শতাংশ জমিতে কাঁচামরিচ, দেড় বিঘায় বেগুন, ১০ কাঠায় শসা এবং দেড় বিঘা জমিতে লাউ চাষ করেছেন।

এক বিঘা জমিতে ৭ হাজার টাকা খরচ করেছেন লাউচাষে। বাজারে দাম ভালো পাওয়ায় ইতোমধ্যে ৩০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। একদিন পর পর শত খানেক লাউ বাজারে বিক্রি করছেন।

সৈয়দ আলী জানান, লাউ চাষে খরচ কম, লাভ বেশি হয়।

সবজি চাষের আয় দিয়ে সংসার খরচ চালিয়ে ছেলে-মেয়ের পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। তার স্বপ্ন ছেলে-মেয়েদের পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন।

সৈয়দ আলী ইতিমধ্যে এলাকার একজন সফল সবজি চাষির খেতাব অর্জন করেছেন।

জেলা কৃষি সম্প্রসাারণ অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কুমার বিশ্বাস বলেন, কুষ্টিয়া জেলায় সবজি চাষ ভালো হয়। সবজি চাষে কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরণের জন্য সরকারিভাবে কর্মসূচি নেয়া হয়েছে।


কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়