ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আর্চারিতে এবার সোনার হাসি মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্চারিতে এবার সোনার হাসি মেয়েদের

এসএ গেমসের অষ্টম দিন আর্চারিতে আরেকটি সোনা জিতেছে বাংলাদেশ। এবার সোনা এসেছে রিকার্ভ মেয়েদের দলগত ইভেন্ট থেকে।

রোববার ফাইনালে শ্রীলঙ্কার মেয়েদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েরা জিতেছে ৬-০ সেট পয়েন্টে।

এই ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়েন বিউটি রায়, মেহনাজ আক্তার মুনিরা ও ইতি খাতুন। শ্রীলঙ্কার হয়ে লড়েন থিসারি মাদুশিখা, রেহানা তায়াবালি ও মাইসা দিলহানি।

প্রথম সেট বাংলাদেশের মেয়েরা জিতে নেয় ৫১-৪৭ ব্যবধানে। দ্বিতীয় সেট জিতে যায় ৫৩-৪৮ ব্যবধানে। আর শেষ সেট বিউটি রায়-ইতি খাতুনরা জিতে নেন ৫৫-৫২ ব্যবধানে।

এর আগে দিনের শুরুতে শ্রীলঙ্কাকে হারিয়েই সোনা জেতে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

এবারের এসএ গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের পদক তালিকা:

সোনা

রুপা

ব্রোঞ্জ

মোট

২২

৫৫

৮৬



নেপাল/আমিনুল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়