ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশের পদকের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের পদকের সেঞ্চুরি

এসএ গেমসের অষ্টম দিনটি বাংলাদেশের জন্য সোনায় মোড়ানো ছিল। এদিন এক আর্চারি থেকেই এসেছে ৬টি সোনার পদক। নারী ক্রিকেট থেকে এসেছে আরো একটি। সব মিলিয়ে এদিন বাংলাদেশ সোনা জিতেছে ৭টি। রূপা জিতেছে ৫টি। আর ব্রোঞ্জ জিতেছে ১০টি।

সব মিলিয়ে অষ্টম দিন শেষে ১৪টি সোনা, ২৯টি রূপা ও ৬৬টি ব্রোঞ্জসহ মোট ১০৯ পদক নিয়ে বাংলাদেশ রয়েছে পদক তালিকার পঞ্চম স্থানে।

এদিকে ১০টি ডিসিপ্লিনে অংশ না নিয়েও ইতিমধ্যে ১৩২টি সোনার পদক জিতেছে ভারত। রূপা জিতেছে ৭৯টি। ব্রোঞ্জ ৪১টি। তাতে তাদের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ২৫২ তে। পদক তালিকায় তারা রয়েছে শীর্ষে।

স্বাগতিক নেপাল ৪৫টি সোনা, ৪৪টি রূপা ও ৭৬টি ব্রোঞ্জসহ মোট ১৬৫ পদক নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ৩৬টি সোনা, ৬৮টি রূপা ও ৯৩টি ব্রোঞ্জসহ মোট ১৯৭ পদক নিয়ে শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে। ২৯টি সোনা, ৩৪টি রূপা ও ৪৭টি ব্রোঞ্জসহ মোট ১১০ পদক নিয়ে পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে।

১টি সোনা ও ২টি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক নিয়ে মালদ্বীপ রয়েছে ষষ্ঠ স্থানে। ৯টি ব্রোঞ্জ জিতে ভুটান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

অষ্টম দিন শেষে পদক তালিকা :

দেশ

সোনা

রূপা

ব্রোঞ্জ

মোট

ভারত

১৩২

৭৯

৪১

২৫২

নেপাল

৪৫

৪৪

৭৬

১৬৫

শ্রীলঙ্কা

৩৬

৬৮

৯৩

১৯৭

পাকিস্তান

২৯

৩৪

৪৭

১১০

বাংলাদেশ

১৪

২৯

৬৬

১০৯

মালদ্বীপ

ভুটান

 

কাঠমান্ডু/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়