ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এসআইসহ ২ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসআইসহ ২ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পটুয়াখালী সংবাদদাতা : পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় পুলিশের এসআই মো. শামীম আকন (৪৬) ও কনস্টেবল আল-আমিনের (৩৪) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার দুপুরে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালতের বিচারক আমিনুল ইসলাম এ আদেশ দেন।

পুলিশের এসআই মো. শামীম বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর থানায় কর্মরত এবং কনস্টেবল আল-আমিন বরগুনায় কর্মরত। তারা আপন ভাই। তাদের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার জামুরা তেলিখালী গ্রামে। তারা মৃত ইউছুব আকনের ছেলে।

মামলায় বাদী উল্লেখ করেন, বাদীর দুই ছেলেকে পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৬৯ হাজার টাকা নেয়। কিন্তু আসামিরা চাকরি দিতে পারেনি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তালবাহনা শুরু করে এবং এক পর্যায়ে টাকা দেবে না বলে জানিয়ে দেয়।

২০১৮ সালের ২৩ ডিসেম্বর পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. মিলন ডাকুয়া।


রাইজিংবিডি/পটুয়াখালী/১৫ জুলাই ২০১৯/বিলাস দাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়