ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাতক্ষীরায় ১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় ১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলায় কয়েক মিনিটের ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে শতাধিক গাছ উপড়ে গেছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ১০ মিনিটের ঝড় বয়ে যায়।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, তালা সদরের শহীদ কামেল মডেল হাইস্কুল, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালা আলিয়া মাদ্রাসাসহ ১০টি প্রতিষ্ঠানের চাল ঝড়ে উড়ে গেছে। এ ছাড়া ১৫টি ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন ইউনিয়নে  ৫০-৬০টি ঘরের চাল উড়ে গেছে। তালা উপজেলা পরিষদ, হাসপাতাল চত্বরসহ বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, ঝড়ে উপজেলাব্যাপি ক্ষয়ক্ষতি হয়েছে।


রাইজিংবিডি/সাতক্ষীরা/১৫ জুলাই ২০১৯/শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়