ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লাইফ জ্যাকেট ছাড়াই নদীতে, অতঃপর...

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাইফ জ্যাকেট ছাড়াই নদীতে, অতঃপর...

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, সিলেট : নিষেধাজ্ঞা অমান্য করে লাইফ জ্যাকেট ছাড়াই সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ জিরো পয়েন্টে ধলাই নদীতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে এক কলেজ ছাত্রের।

নিহত সাইফুল ইসলাম (২৪) সিলেট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তারা ৬ বন্ধু মিলে সিলেটের জিরো পয়েন্টের ‘সাদাপাথর’ বেড়াতে গিয়েছিলেন।

শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইফুলের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নিয়ামতপুর গ্রামে। নদীতে সাঁতার কাটার এক পর্যায়ে স্রোতের টানে তলিয়ে যান তিনি। কিছুক্ষণ পর তার দেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত কলেজ ছাত্রকে নৌকার মাঝি লাইফ জ্যাকেট দিলে তিনি তা পরিধান করতে অস্বীকৃতি জানান এবং নিষেধাজ্ঞা অমান্য করেই লাইফ জ্যাকেট ছাড়া নদীতে নামলে স্রোতের টানে তলিয়ে যান।

পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি জিরোপয়েন্ট এলাকায় পর্যটকগামী নৌকায় লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক করে উপজেলা প্রশাসন।


রাইজিংবিডি/সিলেট/২০ জুলাই ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ