ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি : জেলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন সেখ (১৭) নামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। সুমন মাগুরা জেলার চাদঁপুর গ্রামের মিজানুর রহমানের পুত্র।

হাসপাতাল সহকারী পরিচালক মাহফুজুর রহমান রাইজিংবিডিকে জানান, সুমন সেখ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১২ আগস্ট ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল। সকালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৭ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩শ’ ৬৬ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে ১শ’ ১৮ জনকে। এরমধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন রোগী।

গত ২০ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক হাজার ৪১ জন। এদের মধ্যে চিকিৎসায় সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ৫শ’ ৫৪ জন। এরমধ্যে এ পর্যন্ত  ফরিদপুরে ডেঙ্গু রোগে মারা গেছেন চারজন।


রাইজিংবিডি/ফরিদপুর/১৭ আগস্ট ২০১৯/মো. মনিরুল ইসলাম টিটো/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়