ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আফতাব উদ্দিনের মৃত্যুবার্ষিকী

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আফতাব উদ্দিনের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আফতাব উদ্দিনের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে যান তিনি।

১৯৩৪ সালে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আফতাব উদ্দিন। একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী শিক্ষক ছিলেন তিনি।

আফতাব উদ্দিন প্রায় ৪৩ বছর বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজকি ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়, নাগরপুর টাঙ্গাইলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার প্রতি দায়িত্ববোধ ও নিষ্ঠার জন্য তিনি জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান তার পিতা আফতাব উদ্দিনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।  এ উপলক্ষে গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।


রাইজিংবিডি/টাঙ্গাইল/২১ আগস্ট ২০১৯/ সিফাত/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়