ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্বাস্থ্যকর্মীকে হাতুড়িপেটা: শ্রমিকনেতা খোকন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাস্থ্যকর্মীকে হাতুড়িপেটা: শ্রমিকনেতা খোকন গ্রেপ্তার

বরগুনার আমতলী উপজেলায় স্বাস্থ্যকর্মীকে হাতুড়িপেটার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি খোকন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় আমতলী বাজার থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। খোকন আমতলী উপজেলা থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মোতাহার মৃধার ছোট ভাই।

খোকনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ওসি হারুণ অর রশিদ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, কার্যালয়ে কর্মরত অবস্থায় স্বাস্থ্যকর্মী আবুল কালাম আজাদকে মারধরের ঘটনায় শনিবার সকালে তার বাবা বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় খোকন মৃধা ১নং আসামি।

আবুল কালাম আজাদ উপজেলার সদর ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের মো. কাঞ্চন আলী মৃধার ছেলে।

 

বরগুনা/রুদ্র রুহান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়