ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নানিয়ারচরে ইউপিডিএফ কালেক্টর আটক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নানিয়ারচরে ইউপিডিএফ কালেক্টর আটক

রাঙামাটির নানিয়ারচরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর যতীন খীসা নামের এক ব্যক্তিকে আটক করেছে। রোববার রাতে উপজেলার কাউন্সিল পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে চাঁদা আদায়ের ৩টি রশিদ বই, নগদ চার হাজার ৬৮০ টাকা, ইউপিডিএফ’র প্রাথমিক ঘোষণা বই, ১টি মুঠোফোন এবং জন্ম সনদপত্র উদ্ধার করা হয়।  

যৌথবাহিনী সূত্রে জানানো হয়- রোববার রাত ৯টার দিকে উপজেলার কাউন্সিল পাড়ায় চাঁদা আদায়ের লক্ষ্যে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর যতীন অবস্থান করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয় এবং চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকাসহ তার ব্যবহৃত একটি মুঠোফোন উদ্ধার করা হয়।

আটক যতীন দীর্ঘদিন ওই এলাকায় ইউপিডিএফ’র কালেক্টর হয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে সংশ্লিষ্ট সূত্রটি জানান।

নানিয়ারচর থানার সহকারী পরিদর্শক (এসআই) মোজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
 

রাঙামাটি/বিজয় ধর/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়