ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘সাংবাদিকরা ভালো দিক প্রচারে কার্পণ‌্যবোধ করে’

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সাংবাদিকরা ভালো দিক প্রচারে কার্পণ‌্যবোধ করে’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন বলেছেন,  ‘‘সাংবাদিকরা নেগেটিভ যে বিষয় আছে, সেগুলো ফলাও করে প্রচার করে। কিন্তু ভালো দিকটা সেভাবে প্রচার করতে কার্পণ্যবোধ করেন।’’

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এই মন্তব্য করেন।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘‘আমরা আশা করব, ভালো দিকটাও আপনারা তুলে ধরবেন।’’

এ সময় একটি উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘ভারতের একটি রাজ্যে একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল। তারপর থেকে আমাদের দেশেও ধর্ষণের ব‌্যাপকতা শুরু হয়। যদি সেই নেগেটিভ নিউজটি প্রচার না হতো, তাহলে হয়ত বিষয়টি অন্যরকম হতে পারতো।’’

তিনি বলেন, ‘‘একটি দেশের উন্নয়নের প্রধান শর্ত আইনশৃঙ্খলার স্থিতিশীলতা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি। যোগাযোগের সঙ্গে কিন্তু ক্রাইমও প্রবেশ করে। এই বিষয়টি কিন্তু আপনাদের মনে রাখতে হবে।’’

মতবিনিময়ের সময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী উপস্থিত ছিলেন।

দুপুরে উপজেলার নাসিরনগর শিশু কানন কিন্ডারগার্টেনে বেলায়েত হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। বেলায়েত হোসেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।


ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়