ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফেনীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ১

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ১

ফেনীতে শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতের নাম সাইফুল ইসলাম। তিনি কক্সবাজার পেকুয়া উপজেলার মগনামা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

অধিনায়ক মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর) রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল বাগদাদ রেস্টুরেন্টের সামনে শ্যামলী পরিবহনে তল্লাশি করে র‌্যাব। ওই মাদক কারবারি চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন এমন তথ্যের ভিত্তিতে বাসটিকে তল্লাশির জন্য থামানোর সংকেত দিলে চালক র‌্যাবের চেকপোস্টের সামনে এসে থেমে যায়।

তাৎক্ষণিক র‌্যাব বাসের ভিতর গেলে ১ জন যাত্রী তার সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগ নিয়ে বের হয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২৮,৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লক্ষ ৯০ হাজার টাকা।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত সাইফুল জানায়, সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।


সৌরভ পাটোয়ারী/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়