ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নকলে সহায়তা, শিক্ষকের দুই বছরের জেল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নকলে সহায়তা, শিক্ষকের দুই বছরের জেল

রংপুরের শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে কক্ষে দায়িত্বে থাকা শিক্ষককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

বৃহস্পতিবার বিদ্যালয়ে গণিত পরীক্ষা চলাকালে সেতু আহমেদ নামে ওই শিক্ষককে কারাদণ্ড দেয়া হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান।

বিদ্যালয় ও জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ে জেএসসি পরীক্ষা চলাকালে কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক সেতু আহমেদ একজন শিক্ষার্থীকে নকল সরবরাহ করেন। বিষয়টি টের পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরকুটসহ শিক্ষককে হাতেনাতে আটক করেন। পরে কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত ইন কুতুব জানান, নকল সরবরাহের অভিযোগে আটক শিক্ষককে ১৯৮০ সালের ৯ ধারা অনুযায়ী ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।  শিক্ষককে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


রংপুর/মৃধা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়