ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রী-এমপি ও র‌্যাব-পুলিশের প্রধানকে নিয়ে কটূক্তি এবং তাদের ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

খালেদ মিয়া (৩৫) নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার তাকে সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

তিনি জানান, খালেদ মিয়ার বাড়ি সুনামগঞ্জের ছাতক থানার গণেশপুর (বাহাদুরপুর) গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থাসহ ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।


সিলেট/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়