ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘গবেষণায় চিকিৎসকদের মনোযোগ কম’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গবেষণায় চিকিৎসকদের মনোযোগ কম’

সিলেট মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, ‘রিসার্চের (গবেষণা) দিকে চিকিৎসকদের মনোযোগ কম। অনেক চিকিৎসকই কেবল ডাক্তারি নিয়েই ব্যস্ত। এদের মধ্যে সরকারি আবার বেসরকারি ডাক্তারও আছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড না। এজন্য সিলেট মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়কে তিনি গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চান।’

রোববার বিকেলে নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সিলেট মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন ও কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘সিলেট মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হবে একটি আন্তর্জাতিকমানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান। এখানে চিকিৎসা বিজ্ঞান নিয়ে উন্নত গবেষণার সকল সুযোগ-সুবিধা থাকবে।’

মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, ‘বর্তমানে ওসমানী মেডিক‌্যাল কলেজের অধ্যক্ষের অব্যবহৃত বাসভবন ভাড়া করে বিশ্ববিদ্যালয়ের  অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু ভবনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এজন্য দক্ষিণ সুরমার গোঁয়ালগাঁও মৌজায় জমি অধিগ্রহণের অনুমতি পাওয়া গেছে। সিলেটের জেলা প্রশাসক এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করে সার্বিক কাজটি দ্রুত এগিয়ে নেয়ার জন্য যথারীতি কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সদয় সম্মতিসহ বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের জন্য দক্ষিণ সুরমা উপজেলার গোঁয়ালগাও মৌজার ৫০.২২ একর এবং জে এল নং-১১৮ হাজরাই মৌজার ৩০.০৯ একরসহ সর্বমোট ৮০.৩১ একর ভূমি ১৩৮.১৫ কোটি টাকা মূল্যে অধিগ্রহণের অনুমতিপত্র পাওয়া গেছে। এছাড়া ডিপিপি ও মাস্টার প্লান তৈরির জন্য স্থাপত্য অধিদপ্তরের ২ জন স্থপতি, গণপূর্ত অধিদপ্তরেন ২ জন নির্বাহী প্রকৌশলী এবং ১ জন কনসালটেন্ট নিযুক্ত হয়েছেন এবং কার্যক্রম পরিচালনা করছেন।’

মোর্শেদ আহমদ বলেন, ‘এখন পর্যন্ত সিলেট বিভাগের সব মেডিক‌্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজসমূহের  আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে ২টি সরকারি মেডিক‌্যাল কলেজ, ৪টি বেসরকারি মেডিক‌্যাল কলেজ, ১টি সরকারি নার্সিং কলেজ, ৩টি বেসরকারি নার্সিং কলেজ এবং ১টি বেসরকারি ডেন্টাল কলেজসহ মোট ১১টি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাথমিক অধিভুক্তি প্রদান করা হয়েছে।’

‘অধিভুক্ত নার্সিং কলেজসমূহের মধ্যে ২টি কলেজে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং মেডিক‌্যাল ও ডেন্টাল কলেজসমূহের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে যা শেষ হওয়ার পরপরই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন শুরু হবে।’

 

সিলেট/নোমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়