ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

'রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠাতে কাজ করছে যুক্তরাজ্য'

উপজেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠাতে কাজ করছে যুক্তরাজ্য'

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যুক্তরাজ্য কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন।

বুধবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপির) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন এসময় আরও বলেন, ‘কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ২ বছর ধরে যুক্তরাজ্য সবধরনের সহায়তা দিচ্ছে। তাদেরকে ফেরত পাঠাতে বিভিন্ন দেশের সাথে যুক্তরাজ্য মায়ানমারকে চাপ দিচ্ছে।’

রোহিঙ্গাদের ওপর চালানো নিষ্ঠুরতার ঐতিহাসিক বিচার নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক আদালতে শুরু হওয়ায় তারা সাধুবাদ জানিয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো। এজন্য তারা সবসময় বাংলাদেশ সরকারের পাশে থাকবে।

সিআরপির বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমি খুব ভালোভাবেই অনুভব করতে পারি, একটি দুর্ঘটনা একটি পরিবারকে কতভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সিআরপি এই সকল ব্যক্তি ও তাদের পরিবারকে সমাজে পুনর্বাসনে সহয়তা করে এবং রোগীদের স্বাবলম্বী হতে শেখায়।’

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, ‘সমাজের প্রতিবন্ধী জনগোষ্ঠী যাদেরকে আমরা সমাজ থেকে বাদ দিয়ে দেই, তাদেরকে সমাজের মূল স্রোতধারায় প্রতিষ্ঠা করার দায়িত্ব সমাজের। কিন্তু সিআরপিই এই কাজটি করে চলেছে।’

পরে তিনি সিআরপির প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন। এসময় সিআরপির প্রতিবন্ধী কর্মী ও শিশুদের চিত্রকর্ম অতিথিদের হাতে উপহার হিসেবে তুলে দেন শিল্পীরা।


সাভার/সাব্বির/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়