ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘প্রতিকূলতার মধ্যেও নগরবাসীকে সার্বক্ষণিক সেবা দিচ্ছে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রতিকূলতার মধ্যেও নগরবাসীকে সার্বক্ষণিক সেবা দিচ্ছে পুলিশ’

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, অনেক প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ পুলিশ জনগণকে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। উন্নত দেশগুলোতে প্রতি ৩০০ জন নাগরিকের জন্য ১ জন পুলিশ দায়িত্ব পালন করে, আর আমাদের দেশে ১ হাজার নাগরিকের জন্য মাত্র ১ জন পুলিশ।’

বুধবার বিকেলে চট্টগ্রামের দামপাড়াস্থ চট্টগ্রাম মহানগর পুলিশের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘উন্নত দেশের অবস্থানে পৌঁছাতে আমাদের আরও সময় লাগবে। এর মধ্যে বাংলাদেশের পুলিশ বাহিনী অনেক এগিয়েছেন। উন্নত প্রযুক্তির ব্যবহার, সার্বক্ষণিক আধুনিক নাগরিক সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ পুলিশ এখন জনগণের পুলিশে পরিণত হয়েছে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, ওয়াসিকা আয়শা খান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, সিএমপির সাবেক কমিশনার আবদুল জলিল মন্ডল, সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খোন্দকার গোলাম ফারুক।

এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আজ ৪১ বছরে পদার্পণ করেছে। এখানে প্রতি ৩০০ জন নগরবাসীর জন্য ১ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও বর্তমানে চট্টগ্রামে প্রতি ৯০০ জন নাগরিকের জন্য ১ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করে। তবুও আমরা অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারছি।’

অনুষ্ঠানে সিএমপির বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এর আগে আইজিপি জাবেদ পাটোয়ারী চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাংলাদেশ পুলিশের ব্যাংক ‘কমিউনিটি ব্যাংক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ৩০ নভেম্বর ৩ হাজার ২৩৮ জন পুলিশ সদস্য ও ৬টি থানা নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বর্তমানে সিএমপিতে ১৬টি থানা ও প্রায় ৭ হাজার সদস্য রয়েছে।


চট্টগ্রাম/রেজাউল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ