ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধ নির্মাণের উদ্বোধন

কুড়িগ্রাম সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধ নির্মাণের উদ্বোধন

ব্রহ্মপুত্র নদীর ভাঙন থেকে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর ও উলিপুর উপজেলার হাতিয়া এলাকা রক্ষায় ৩০৩ কোটি টাকা ব্যয়ে স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

চিলমারী উপজেলার জোড়গাছ এলাকায় শনিবার বিকেলে এ কাজের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারুন অর রশিদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান শাহ প্রমুখ।

পরে ব্রহ্মপুত্র নদের পাড়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, এই প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের ডানতীরে ৪ হাজার ৮০০ মিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষার কাজ করা হবে। এতে করে এসব এলাকার মানুষ নদী ভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা পাবে। ২০২২ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রকল্পের কাজ শেষ হলে এসব এলাকার হাজার হাজার মানুষ নদী ভাঙন ও বন্যার পানিতে প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে।


কুড়িগ্রাম/বাদশাহ্ সৈকত/বকুল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়