ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফ্যান কারখানায় আগুন : চলছে ডিএনএ নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৩, ১৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্যান কারখানায় আগুন : চলছে ডিএনএ নমুনা সংগ্রহ

গাজীপুরের কেশরীতায় ফ্যান কারখানায় আগুনে নিহতের ঘটনায় লাশ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

সোমবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ মর্গের সামনে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অস্থায়ী ল‌্যাব খুলে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এসময় নিহত ফরিদের পিতার ডিএনএ সংগ্রহ করা হয়।

প্রসঙ্গত, কেশরীতায় ফ্যান কারখানায় রোববার রাতের আগুনে দশজন নিহত হন।

সিআইডির ক্রাইম সিনের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম রাইজিংবিডিকে জানান, নিহতদের মধ্যে অনেককে চেনা যাচ্ছে না। পরিচয় উদ্ধারের জন্য অভিযোগকারীদের এবং মৃতদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন এবং ডিএনএ নমুনা সংগ্রহের টিমের কাজ শুরু হয়েছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে মৃতদেহের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করার।

এদিকে হাসপাতাল মর্গের সামনে নিহতের স্বজনরা ভিড় জমিয়েছেন। অনেকে ছবি হাতে নিয়ে অপেক্ষা করছে। পুলিশ অভিযোগকারী এবং লাশর নাম-পরিচয়ের তালিকা প্রস্তুত করছে।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়