ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভৈরব নদে কয়লা বোঝাই কার্গো ডুবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভৈরব নদে কয়লা বোঝাই কার্গো ডুবি

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ার ভৈরব নদে সাড়ে ৪০০ টন কয়লা বোঝাই একটি কার্গো ডুবে গেছে।

রোববার দুপুরে উপজেলার ভৈরব নদের তামিম ঘাটে এমভি মরু দুলাল নামে কার্গোটি ডুবে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্স সাউথ আফ্রিকা থেকে কয়লা আমদানি করে। আমদানিকৃত কয়লা মোংলা বন্দরের হাড়বাড়িয়া পয়েন্ট থেকে এমভি মরু দুলাল কার্গোতে প্রায় ৪৫০ টন কয়লা নিয়ে নওয়াপাড়া নৌ-বন্দরের উদ্দেশে রওনা দেয়। শনিবার সকালে কার্গোটি নওয়াপাড়ার ভৈরব নদের তামিম ঘাটে নোঙর করে। রোববার সকালে কার্গোর তলদেশ ফেটে গেলে জোয়ারের সময় কার্গোর হ্যাজে ও ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে। জোয়ারের পানি বাড়ার সাথে সাথে কার্গোটি নদীগর্ভে ডুবে যায়।

আমদানিকারক প্রতিষ্ঠান মের্সাস শেখ ব্রাদার্সের মার্কেটিং কর্মকর্তা সুকুমার জানান, এমভি মরু দুলাল কার্গোটিতে প্রায় ৪৫০ টন কয়লা ছিল। যার আনুমানিক মুল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। কার্গোটি উদ্ধার তৎপরতার কাজ চলছে। এ ব্যাপারে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এমভি মরু দুলাল কার্গো মাস্টার ফশিয়ার রহমান কচি বলেন, ‘তামিম ঘাটে রাতে নোঙর করার পর থেকে কার্গোতে পানি বাড়তে থাকে। এক পর্যায়ে কার্গোটি আমার চোখের সামনে নদীতে ডুবে যায়।’


যশোর/রিটন/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়