ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চীন ফেরত শিক্ষার্থী হাসপাতালে

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীন ফেরত শিক্ষার্থী হাসপাতালে

বরগুনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মো. ইমরান হোসাইন (২২) নামে চীন ফেরত এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ইমরানের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের নিমতলী গ্রামে। তার বাবার নাম মো. মোখলেসুর রহমান।

পারিবারিক সূত্র জানায়, পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে বৃত্তি পেয়ে তিন মাস আগে পড়াশোনার জন্য চীন গিয়েছিল ইমরান। তিনি শানডং প্রদেশের রিজাউ শানডং ইউনিভার্সিটিতে পড়ছিলেন। চীনের গুরাংজু এয়ারপোর্ট থেকে শনিবার ঢাকায় ফিরে আসেন ইমরান। রোববার দুপুরে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। এরপর তার জ্বর আসে। সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এম বালিয়াতলী ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ইমরানের বাড়িতে যাই। প্রাথমিকভাবে পরীক্ষা করে নিশ্চিত হই সে জ্বরে আক্রান্ত। পরবর্তিতে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেই। সে যেহেতু চীন থেকে ফিরেছে তাই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।’ 

বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, রোগী করোনাভাইরাসে আক্রান্ত কি না পরীক্ষার কোনো যন্ত্রপাতি বরগুনা জেনারেল হাসপতালে নেই, তবে প্রয়োজনে ঢাকা থেকে ইমরানকে পরীক্ষার জন্য টিম আসবে।’

 

রুদ্র/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়