ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্লাস্টিক ফুল আমদানি বন্ধে সড়কে ফুল চাষিরা

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্লাস্টিক ফুল আমদানি বন্ধে সড়কে ফুল চাষিরা

বিদেশ থেকে কাঁচা ও প্লাস্টিক ফুল আমদানি বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে সাভারের গোলাপ গ্রামের ফুল চাষিরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন শতাধিক ফুল চাষি।

তাদের দাবিগুলো হলো- চীন থেকে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধ করতে হবে; দেশের ফুলশিল্প রক্ষায় পদক্ষেপ নিতে হবে; ফুলশিল্পের প্রসারে কীটনাশক ও আনুসঙ্গিক কৃষি উপকরণ সহজলভ্য করতে হবে; বিদেশে ফুল রপ্তানির সুযোগ করতে হবে এবং ঢাকায় কেন্দ্রীয় পাইকারি ফুলের বাজার স্থাপন করতে হবে।

চাষিরা জানান, ফুল চাষ এবং ব্যবসায় ৩০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। এখন দেশে ১২০০ কোটি টাকার ফুলের বাজার। কুচক্রী মহল কর্মসংস্থান ও কাঁচা ফুলের বাজার নষ্ট করতে কৃত্রিম ফুল আমদানি করছে।

গোলাপ গ্রামের ফুল চাষি ও ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, তিনি চার বছর আগেও ছয় বিঘা জমিতে ফুল চাষ করতেন। এখন দুই বিঘা জমিতে চাষ করছেন। এর কারণ প্লাস্টিকের ফুল। কৃত্রিম ফুলের কারণে কাঁচা ফুলের ব্যবহার করে যাচ্ছে।

প্লাস্টিকের ফুল আমদানি বন্ধ করতে সরকারের কাছে জোর দাবি জানান তিনি।


সাব্বির/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ