ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পটুয়াখালী পলিটেকনিকে ক্লাসের দাবিতে বিক্ষোভ

পটুয়াখালী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পটুয়াখালী পলিটেকনিকে ক্লাসের দাবিতে বিক্ষোভ

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটে ক্লাসের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে কয়েকশত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামে। পরে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। স্মারকলিপি দেয়ার পূর্বে তারা সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ১ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় শিফটের ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। এর প্রতিবাদে ক্যাম্পাসে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠবর্ষের সহস্রাধিক শিক্ষার্থী কয়েকদফা মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছেন। কিন্তু প্রতিকার মেলেনি। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চয়তার মূখে পড়েছে।

বক্তব্য রাখেন শিক্ষার্থী মীর মোহম্মদ মহিবুল্লাহ, জাওয়াদুল কবির প্রিতম, তৃণা বিশ্বাস, হারুন অর রশিদ, রিমি ইসলাম প্রমুখ। তারা জানান, ক্লাস শুরু না হলে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

উপাধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, দ্বিতীয় শিফটে ক্লাস নেয়ার জন্য সরকার শিক্ষকদের যে সম্মানী দেয়, তা ১৯ মাস বন্ধ রয়েছে। ফলে শিক্ষকরা কর্মবিরতি করতে বাধ্য হয়েছেন।

 

বিলাস দাশ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়