ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল : স্পিকার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বে বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়নের রোল মডেল। রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তরুণ নারী সমাজ এগিয়ে এলে অচিরে সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ দৃশ্যমান বলে মন্তব্য করেন শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, অর্থনীতির মূলস্রোতে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে সকলের এগিয়ে আসতে হবে।

সকালে পীরগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে গণসংযোগের পর দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন শিরীন শারমিন চৌধুরী।

সেখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩)’ শীর্ষক প্রকল্পের অধীন ইউনিয়নভিত্তিক রক্ষণাবেক্ষণকর্মী চূড়ান্তকরণের লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার। এ সময় ১৫টি ইউনিয়ন থেকে ১৫০ জন কর্মীকে ৭৫০০ টাকা বেতনে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়।


রংপুর/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়