ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাবি ছাত্র আইসোলেশন থেকে হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবি ছাত্র আইসোলেশন থেকে হোম কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালের আইসোলেশন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

অসুস্থ ওই ছাত্রের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। তার স্বজনরা জানিয়েছেন, গত ১১ মার্চ রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় হাঁটার সময় একজন বিদেশির সঙ্গে ওই ছাত্রের ধাক্কা লাগে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তারা আশঙ্কা করছেন।

তবে রাজশাহী আইডি হাসপাতালের পরিচালক ডা. মামুনুর রশিদ বলছেন, ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত কিনা তা তারা নিশ্চিত নন। তার উপসর্গগুলো কোভিড-১৯ এর সঙ্গে মিলছে না। শনিবার রাতে তাকে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হয়। উপসর্গ না মেলার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আগামী ১০ দিন তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এর আগে করোনা সন্দেহে এই শিক্ষার্থীকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। সেখান থেকে তাকে আইসোলেশনে আইডি হাসপাতালে পাঠানো হয়।

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দেবী পাল জানান, ওই শিক্ষার্থীকে হোম কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া বাড়িতে থাকা পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বাড়িটিতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।


তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়