ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খাগড়াছড়িতে দুস্থদের পাশে ওয়ালটন

এস বাসু  দাশ, বান্দরবান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাগড়াছড়িতে দুস্থদের পাশে ওয়ালটন

করোনা পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে চলছে ১০ দিনের সাধারণ ছুটি। টানা এ ছুটিতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

দৈনিক রোজগারে যেসব পরিবারে সংসার চলতো, কর্মহীন হয়ে পড়ায় এখন এসব পরিবারে চলছে অভাব।  তাই দুর্যোগকালীন সামাজিক দায়বদ্ধতা থেকে নিম্ন আয়ের ও দুস্থ মানুষের পাশে দাড়িঁয়েছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।

খাগড়াছড়ি ওয়ালটন প্লাজার পক্ষ থেকে (২৯ মার্চ ) জেলা সদরের বিভিন্ন এলাকার ৪০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।

ওয়ালটন প্লাজা খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক মো. খন্দকার সালাহউদ্দিনের তত্ত্বাবধানে প্লাজার বিভিন্ন কর্মকর্তা দুস্থদের মাঝে পৌঁছে দেন এসব সামগ্রী।


এস বাসু দাশ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়