ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজশাহীতে আনসার-আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে আনসার-আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায় র‌্যাব-৫।

এর আগে রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় অভিযান চালিয়ে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার তিন জঙ্গি হলো- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদো সৈয়দপুর গ্রামের এসএম সেলিমের ছেলে ইউসুফ আলী ওরফে সৌরভ (২১) এবং পাবনার চাটমোহর উপজেলার বোথড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সৌভিক হাসান ওরফে সৌরভ (২০) ও করকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাকিল খান (২০)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গ্রেপ্তার তিন তরুণ রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠকে বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উগ্রবাদী বই এবং প্রশিক্ষণের নথিসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়