ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাসিরনগরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাসিরনগরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে মোস্তফা কামাল ওরফে মস্তু মিয়া (৬০) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) বেলা দেড়টার দিকে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন।

মোস্তফা কামাল গোয়ালনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও কদমতলী গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। তিনি কদমতলী গ্রামের বড় বাড়ির বাসিন্দা।

নিহতের পরিবারের সদস্যেদের বরাত দিয়ে থানার পরিদর্শক কবির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গ্রামের পশ্চিম দিকে যান। সেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে কদমতলী পশ্চিমপাড়ার ফজুল মিয়ার বাড়ির সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা গ্রামের কিছু দুর্বৃত্তরা তাকে আটক করে মারধর করে। এতে ঘটনাস্থলেই মোস্তফা মারা যান।

মোস্তফার লাশ পশ্চিমপাড়ার ফজলু মিয়ার বাড়ির পাশের রাস্তায় পড়ে ছিল। স্থানীয় ফরিদ মিয়া সাবেক ইউপি সদস্যের নিহতের সংবাদটি চাচাতো ভাই জাকিরকে জানান।

রাত পৌনে ২টার দিকে উপজেলার চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা নিহতের পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।

থানার পরিদর্শক আরো জানান, রাতে কেউ তাকে মারধর করেছে বলে জানতে পেরেছি। মারধরের কারণেই তিনি মারা গেছেন।

নিহতের ঠোঁটের নিচের মাঝ অংশে, ডান হাতের কব্জির ওপর আঘাতের চিহ্ন ও ডান হাতের কনুই বরাবর অংশে সামান্য ফুলা জখম রয়েছে।

এঘটনায় এখানো মামলা দায়ের করা হয়নি।

 

রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়