ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মানবিক ওসি

কুড়িগ্রাম সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানবিক ওসি

সন্ধ্যা ৭টা। শুক্রবার হলেও অফিসে ব্যস্ত সময় পার করছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান। এ সময় তার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে।

কলটি রিসিভ করতেই এক ব্যক্তি ওসিকে জানান, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের খয়রুল্লাপুর স্কুলের পাশে এক বাড়িতে দিনমজুর দম্পতি না খেয়ে ঘরে পড়ে আছে। স্বামী-স্ত্রী দুজনই অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। করোনা আতঙ্কে কয়েক দিন ধরে তাদের কাজ বন্ধ থাকায় খাবার জোগাড় করতে পারেননি তারা।

ওসি ফোনের অপর প্রান্তের ব্যক্তির পরিচয় জানতে চাইলে, তিনি ওই দম্পতির প্রতিবেশী বলে জানান।

এ তথ্য জানার পর ওসি মাহফুজার রহমান থানা থেকে বের হয়ে ২০ কেজি চাল, ১০ কেজি আলু, ২ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি করলা, ২ কেজি বেগুন, ২ কেজি টমেটো আর দুটি সাবান নিয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাত ৮টায় পৌঁছান সেই দিনমজুর দম্পতির বাড়িতে।

মাহফুজার রহমান বলেন, থানার ওসি হিসেবে নয়, একজন মানুষ হিসেবে কারো না খেয়ে থাকার বিষয়টি আমি মেনে নিতে পারি না। তাই খবর শোনার পরপরই আমি নিজেই সামান্য খাদ্য সামগ্রী নিয়ে এই পরিবারের কাছে গিয়েছি।

জানা গেছে, এর আগেও সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের এক বৃদ্ধার বাড়িতে রাতে খাবার পৌঁছে দিয়েছেন ওসি মাহফুজার রহমান।


কুড়িগ্রাম/বাদশাহ্‌ সৈকত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়