ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জামালপুর ও শেরপুরে ৩ করোনা রোগী শনাক্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামালপুর ও শেরপুরে ৩ করোনা রোগী শনাক্ত

জামালপুর ও শেরপুরে তিন করোনা রোগী শনাক্ত হয়েছেন।  তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

রোববার (৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।

তিনি বলেন, করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুজন শেরপুর জেলার বাসিন্দা।  তারা দুজনই নারী।  অন্যজন জামালপুরের মেলান্দহের বাসিন্দা, তিনি পুরুষ।  আক্রান্ত তিন জনের বয়সেই ৩০ বছর থেকে ৬০ বছরের মধ্যে।

করোনাভাইরাস শনাক্তের জন্য রোববার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।  গত পাঁচদিনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  ইতিমধ্যে চারদিনে ৮০ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।  যেখানে ৩ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে বলে জানান অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ।

এদিকে, জামালপুরের মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন জানান, ঢাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ৩০ বছর বয়সী ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে তার বাড়িতে আসেন।  ঘটনায় আক্রান্তের বাড়ির আশপাশের ১০ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।


মিলন/সাইফ/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়