ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

খুলনায় জ্বর,সর্দি-কাশিতে আক্রান্ত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় জ্বর,সর্দি-কাশিতে আক্রান্ত নারীর মৃত্যু

খুলনার রূপসা উপজেলার একটি গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে ষাটোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ওই নারী সাত দিন আগে তার নাতির সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি তথ্য গোপন করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতে তিনি সেখানেই মারা গেছেন।

খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. অনল রায় বলেন, ওই নারী কিছু দিন আগে স্ট্রোক করেন। তার দুটি কিডনি কাজ করছিলো না। হার্ট এবং কিডনি ফেল করে তিনি মারা গেছেন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত নারী ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা হবে।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আখতার জানান, যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন, তাদের তালিকা তৈরির কাজ চলছে। তাদের দ্রুত হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

মৃত নারীর গোসল শেষে তাকে গ্রামে দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার কিছু যুবক ওই বাড়িতে সাধারণের প্রবেশ কমাতে বাড়ির প্রবেশদ্বার আটকে দিয়েছে।

 

খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়