ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভিড় কম শিমুলিয়া ঘাটে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভিড় কম শিমুলিয়া ঘাটে

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৩ মে) সকালে শিমুলিয়া ঘাটে ছোট গাড়ির কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমেছে। দুপুরে ঘাট এলাকায় যাত্রীদের চাপ ছিল না।

ঈদে ঘরমুখী মানুষদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ১৩টি ফেরি চালু রেখেছে। এর মধ্যে চারটি ফেরি দিয়ে যাত্রী ও গাড়ি পার করা হচ্ছে। যাত্রীর চাপ বাড়লে বাকি ফেরিগুলো বহরে যোগ হবে।

ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তারা যাত্রীদের নিরাপত্তায় কঠোর অবস্থানে আছেন।

মাওয়া ট্রাফিক পুলিশ ইনচার্জ মো. হেলাল হোসেন জানিয়েছেন, ঘাট এলাকা ফাঁকা। ফেরিগুলো যাত্রী ও গাড়ির অপেক্ষায় বসে আছে। জেলা পুলিশ, নৌ পুলিশ এবং ট্রাফিক পুলিশ যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে কাজ করছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিইটিএ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

 

মুন্সীগঞ্জ/রতন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়