ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিরাজগঞ্জে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩, নিখোঁজ ১৪

সিরাজগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩, নিখোঁজ ১৪

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ যাত্রী।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের দিকে উপজেলার স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ।

নিহতরা হলেন—বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের বাসিন্দা পাষান আলী (৬৫), টাংগাইলের নাগরপুরের সুবর্ণতলী গ্রামের বাসিন্দা শেখ কামাল।

অপর শিশুটির পরিচয় এখনো জানা যায়নি। তার মা-বাবাও নিখোঁজ রয়েছেন।

ওসি জানান, এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কারণে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক বৃদ্ধ ও শিশুর লাশ উদ্ধার করে।

এছাড়া, জীবিত অবস্থায় ৫৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ যাত্রী। যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক।

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

শাহজাদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে অংশ নিতে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হচ্ছে।

 

রাসেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়