ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চট্টগ্রাম বন্দরের কাস্টমস হাউসে করোনায় আক্রান্ত ১৩

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রাম বন্দরের কাস্টমস হাউসে করোনায় আক্রান্ত ১৩

করোনা পরিস্থিতির মধ্যেও দিন-রাত কাজ চলছিলো দেশের প্রধান আমদানি-রপ্তানি খাতের বড় রাজস্ব আয়ের প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের কাস্টমস হাউসে।

এখানে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা দেশের অর্থনীতি ও রাজস্ব আয় সচল রাখতে করোনার ঝুঁকিতেও কাজ করে গেছেন।

আর এই অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ১৩ জন কর্মকর্তা কর্মচারী।

এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের একজন সাবেক সাধারণ সম্পাদক মৃত্যু বরণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা অনসূয়া।

তিনি জানান, দায়িত্ব পালন করতে গিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের ১৩ কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া, আরো অনেকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যা ফলফলের অপেক্ষায় রয়েছে। বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে. রাজস্ব কর্মকর্তা, অফডক, আনস্টাফিং, অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স, ওয়ান স্টপ সার্ভিস এবং বিভিন্ন সেকশনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। রয়েছেন এন আই শাখার একজন কম্পিউটার অপারেটরও।

রাষ্ট্রিয় দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে কর্মকর্তা কর্মচারীরা করোনা আক্রান্ত হওয়ায় পুরো বন্দর এবং কাস্টমস হাউসে আতঙ্ক বিরাজ করছে সবার মধ্যে। অনেক কর্মকর্ত-কর্মচারী করোনার উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।

তবে, এই পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে এবং কাস্টমস হাউসে কাজ চলছে রাত দিন ২৪ ঘণ্টা। সাধ্যমত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছেন এই সেক্টরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়