ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ১৫৯ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ১৫৯ জন

চট্টগ্রাম নগরী ও জেলায় ৩৮৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ১১৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৪৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট আক্রান্তের সংখ্যা দুহাজার ৫৮৮ জন।

শুক্রবার (২৯ মে) রাত ১টায় চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসু ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জন চট্টগ্রাম মহানগরীর এবং ৩৯ জন নগরীর বাইরের উপজেলাগুলোর।

অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩১টি নমুনা পরীক্ষায় ৯৭টি পজিটিভ এসেছে। তার মধ্যে ৯৩টি মহানগরের ও চারটি উপজেলাগুলোর।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষায় এক জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

 

রেজাউল করিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়