ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝিনাইদহে হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্র্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝিনাইদহে হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহে ঢাকা থেকে করেনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জসিম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোরে জ্বর-ঠান্ডা ও কাশির সমস্যা নিয়ে তার মৃত্যু হয়। মৃত ব্যাক্তি সদর উপজেলার রামনগর গ্রামের শওকত আলীর ছেলে। করেনার সংক্রমনে মারা গেছে কি না, তা শনাক্ত করতে স্বাস্থ্যকর্মীরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠিয়েছেন।    

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অপূর্ব কমুার সাহা জানান, সম্প্রতি ঢাকা থেকে জ্বর-ঠান্ডা কাশি ও গলা ব্যাথা নিয়ে ওই যুবক নিজ বাড়িতে আসে। গত ২৭ তারিখে তার অবস্থার আরও অবনতি ঘটলে তিনি করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ফ্লু ওয়ার্ডে ভর্তি হন। পরদিন চিকিৎসকেরা তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠিয়েছেন। আজ শনিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, তার করোনা উপসর্গ থাকার কারণে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে মরদেহ জানাযা শেষে দাফন করা হবে। কালকের মধ্যে হয়তো তারা নমুনা সংগ্রহের রিপোর্ট হাতে পাবেন বলে জানান। 

 

ঝিনাইদহ/রাজিব হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়